জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ পৌরসভা উন্নয়নের কার্যক্রম দ্রুত গতিতে চলছে। গত ৩০ ডিসেম্বর ৩য় বারের মত অনুষ্ঠিত পৌর নির্বাচনে নতুন পরিষদ নির্বাচিত হওয়ার পর পৌরসভা জুড়ে চলছে নানা ধরণের উন্নয়নের কাজ। ইতিমধ্যে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র গোলাপগঞ্জ বাজারের ড্রেন গুলো সংস্কার হওয়ায় পৌর সদর এখন জলাবদ্ধতা মুক্ত হয়েছে কিছুটা। গত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা সিরাজুল জব্বার চৌধুরী। ২৭ জানুয়ারী নতুন মেয়র শপথ গ্রহণ শেষে দায়িত্ব গ্রহনের পর থেকে পৌর এলাকায় শুরু হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। ইতিমধ্যে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে সমাপ্ত হয়েছে ৪নং ওয়ার্ডের প্রধান সড়ক স্বরসতী- কান্দিগাঁও খেয়াঘাট আরসিসি ঢালাইয়ের কাজ। পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া সংস্কার ও নির্মাণ কাজের ২৭টি প্রকল্পের মধ্যে রয়েছে ১নং ওয়ার্ডে প্রায় ৭ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে দু’টি ড্রেন নির্মাণ। ২নং ওয়ার্ডের রুপশাইল রোডের প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণ, প্রায় ২লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে অন্যান্য সংস্কার এবং ফুলবাড়ী পূর্বপাড়া রোডে প্রায় ৫ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ। ৩ নং ওয়ার্ডের প্রায় ১২ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে ঘোষগাঁও এলাকার প্রধান সড়ক ও প্রায় ১ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে বসুন্ডা খালের পার সংরক্ষণ। ৫নং ওয়ার্ডের প্রায় ৯লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে দাড়িপাতন এলাকার প্রধান সড়ক সংস্কার। ৬নং ওয়ার্ডের ১২লক্ষ টাকা ব্যয়ে ঘোগারকুল প্রধান সড়ক সংস্কার, ১ লক্ষ ২২হাজার টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট, ৭ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে মাজপাড়া উছবাড়ী প্রধান সড়ক নির্মাণ, ৩ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ এবং ৫লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে বাদে রণকেলীতে ড্রেন নির্মাণ করা হবে। ৭নং ওয়ার্ডের প্রায় ২লক্ষ ৩৩হাজার টাকা ব্যয়ে একটি, প্রায় ১লক্ষ ৫৭ হাজার টাকা ব্যয়ে একটি, প্রায় ৮৩ টাকা ব্যয়ে একটি, প্রায় ১লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে একটি, প্রায় ১ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে একটি ড্রেন, ২ লক্ষ ১৪ হাজার টাকা ব্যয়ে একটি গার্ড ওয়াল, ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট, ১ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। ৮নং ওয়ার্ডে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে উপর বারকোট পশ্চিমপাড়া রোড থেকে ইয়াগুল আরসিসি রোড পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং ১ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে একটি গার্ড ওয়াল ও ১ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। ৯নং ওয়ার্ডের ১৩ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যয়ে শহীদ শফিক বীর উত্তম সড়ক সংস্কার ও ৫ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয়ে রণকেলী নরুপাড়া সড়কের সংস্কারের কাজ চলমান রয়েছে। নতুন পরিষদ নির্বাচিত হওয়ার পর পৌরসভা জুড়ে উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় সর্বস্তরের জনতার মধ্যে সন্তোষ্টির চিত্র দেখা যাচ্ছে। এদিকে চলমান উন্নয়ন প্রকল্পে সন্তোষ প্রকাশ করেন নগর অব কাঠামো উন্নয়ন কমিটির অন্যতম সাবেক সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী বলেন, গত পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে কম ভোট পাওয়ার পরও প্রায় ৪৪ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্ধ করায় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।