গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি : বিদ্যুতের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার লোকজন। এ দুই উপজেলা নিয়েই শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকা। নিজের নির্বাচনী এলাকার লোকজনকে বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটাতে এবারউদ্যোগী হয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিদ্যুতের সকল সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার সকালে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ফোন করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে। তিনি শুক্রবারের মধ্যে বিদ্যুতের সকল সমস্যা সমাধান করে দুই উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেন। এসময় তিনি বলেন- কোনভাবে বিদ্যুত নিয়ে মানুষের ভোগান্তি সহ্য করা হবে না। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শিক্ষামন্ত্রীকে প্রতিশ্র“তি দেন শুক্রবারের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার জনগণের উদ্দেশ্যে বলেন- এ সমস্যার সমাধানের জন্য যে প্রদক্ষেপ প্রয়োজন তা তিনি নিবেন। তিনি পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান এর সাথে কথা বলবেন- সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলবেন।