সিলেট প্রতিনিধি :: গোয়াসপুরের প্রবীন ব্যক্তিত্ব ও যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক জাহেদ আহমদের পিতা হাজী আফতাব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… ..রাজিউন)।
মঙ্গলবার (০২ মার্চ) দুপুর ১২-৩৫ মিনিটে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী তিনি রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ রাত ৮-৩০ মিনিটে (বাদ এশা) গোয়াসপুর জামে মসজিদ সংলগ্ন কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়।
মরহুম হাজী আফতাব আলী’র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব সিলেটের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর।
গোয়াসপুরের প্রবীণ ব্যক্তিত্ব হাজী আফতাব আলী’র দাফন সম্পন্ন
Spread the love
Spread the love