চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম পটিয়া উপজেলার পাইকপাড়া এলাকায় গোপন বৈঠক থেকে জামায়াতের আমীরসহ নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র ও বই উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর একটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পটিয়া জামায়াত আমীর মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক (৫০), নজরুল ইসলাম চৌধুরী (৪০), মোহাম্মদ ইসহাক (৫৯), জসীম উদ্দিন (৩৪), হোসাইন আহমদ (৬৫), মো. ইকবাল (৫০), মাহমুদুল হক (৬২). আবদুল আলীম চৌধুরী (৭৬) ও নুরুল আলম (৪৭)। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের আমীর মুকিবুল ইসলাম চৌধুরীর বাড়িতে বৈঠকের সময় নয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনায় সরকারি বিরোধী বিভিন্ন প্রচারপত্র, নথি ও তাদের দলীয় বইপত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
চট্টগ্রামে জামায়াতের গোপন বৈঠক থেকে আটক ৯
Spread the love
Spread the love