মোঃ নাসির উদ্দিন, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশ সদস্যকে অপহরণের পর খুনের অপরাধে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। (২৮ অক্টোবর) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার চরলাক্ষা এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো.জসিম ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমদাদুল হক। আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর বিকেল ৫.১০ মিনিটে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির প্রহরী কনস্টেবল আরমান হোসেনকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। ঐ রাতে পুলিশ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের নোয়াপাড়ার কমলদীঘির পাড় এলাকা থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন ৩১ ডিসেম্বর নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কামাল আব্বাস বাদী হয়ে এ দুইজনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। মামলার চার্জশিট দেয়া হয় ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর। আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন একই বছরের ২ ডিসেম্বর। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।
চট্টগ্রামে পুলিশ হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন
Spread the love
Spread the love