চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীর হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন জানান, যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া বাস ও পিক আপের আরো ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
Spread the love
Spread the love