চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১৭ অক্টোবর বিকাল ৩টায় বনপা চট্টগ্রাম জেলা দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৫ শেষে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে চার পর্বে সাজানো অনুষ্ঠানটির তৃতীয় পর্বে ছিল চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব আহবায়ক কমিটি গঠন।এ সময় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলমের নেতৃত্বে ও অনুমোদনক্রমে সুলাইমান মেহেদী হাসানকে আহবায়ক ও বাবুল দাসকে সদস্য সচিব করে ৩১ সদস্যের চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে সহযোগীতা করেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক ও রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন। অনুষ্ঠানে উপস্থিত প্রায় শতাধিক অনলাইন সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই-বাছাই, আলোচনা ও মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত আহবায়ক কমিটি চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠনে সহায়তা করবেন।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন
Spread the love
Spread the love