Spread the love
এবাদত হোসেন, চাটমোহর : শনিবার দুটি পৃথক অভিযানে পাবনার চাটমোহর থানা পুলিশ ১৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার হরিপুর আবদাল পাড়া গ্রামের ওহাব ফকিরের ছেলে মোসলেম উদ্দিন (২৮) এবং কুবির দিয়ার গ্রামের মৃত শুকুর আলীর ছেলে রাজু (৩০)। জানা গেছে দীর্ঘদিন যাবত মোসলেম ও রাজু মাদকের ব্যবসা করে আসছিল। গতকাল বিকেলে পুলিশের এস আই আব্দুল মজিদ, এস আই গোলাম মোস্তফা, এস আই মনসুর ও এএস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ ১২ পিস ইয়াবাসহ মোসলেমকে এবং ৭ পিস ইয়াবাসহ রাজুকে আটক করে। এ ব্যাপারে মামলা হয়েছে।
Spread the love