Spread the love
নিজিস্ব প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় জুলার পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিবেশী সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের লিখন হোসেনের ছেলে জাকাড়িয়া (৩) গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে জাকাড়িয়া খেলতে খেলতে সবার অগচরে কাঠ মিস্ত্রী দাদা বদুর বাড়ীর সামনের জুলাতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জুলার পানি থেকে জাকাড়িয়ার মৃত্যু দেহ উদ্ধার করে স্বজনরা।
Spread the love