নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহর মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ী পুড়ে গেছে। জানা যায়, মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের জামাল খন্দকার বাড়ীতে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ২টা ঘরে কেউ না থাকায় আগুনের কুন্ডলি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়ী। এসময় চাটমোহর ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী ঘটনাস্থলে পৌছানর আগেই এলাকাবাসীর দীর্ঘ ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণ আগুনে ৩টি পাকা ঘর, ঘরে থাকা আসবাবপত্রাদী, নগত টাকা, পাট, ধান, চাল, ফসলাদী, কাপুর, বাসনপত্রসহ সকল জিনিস পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ওই পরিবার প্রধান জামাল খন্দকার দাবী করেছে। পরে থানা পুলিশ ও মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য গত ২৯ সেপ্টম্বর এই জামাল খন্দকারের বড় ছেলে শাফিকুল ইসলাম শাজিন (৪০) এর রহস্য জনক মৃত হয় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে।
চাটমোহরে বসত বাড়ীতে আগুন
Spread the love
Spread the love