জকিগঞ্জ সিলেট প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি…..রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাড়ী কাজলসার ইউপির জামুরাইল গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে রেখে গেছেন। তিনি র্দীঘদিন থেকে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার সকাল ১১ টায় জামুরাইল ঈদগাহে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য সেলিম উদ্দিন, জকিগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, সহ সভাপতি মোস্তাক আহমদ লস্কর, আব্দুল মালিক মানই, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এমএ মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক বদরুল হক খসরু, সাংবাদিক শ্রীকান্ত পাল, এখলাছুর রহমান, অপূর্ব পাল, রিপন আহমদ, মোর্শেদ লস্কর, রহমত আলী হেলালী, আহমেদুল হক চৌধুরী বেলাল, আল হাছিব তাপাদার, আব্দুর রহমান জীবন, কাজলসার ইউপি জাতীয় পার্টির সহ সভাপতি ফারুক লোদী, সাধারণ সম্পাদক কামাল আহমদ তাপাদার, উপজেলা জাপার যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, নুমান আহমদ, জামাল আহমদ প্রমূখ। এক বার্তায় তাঁরা মাহবুবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেনা জানান
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আর নেই
Spread the love
Spread the love