মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : সবাই মিলে ঐক্য গড়ি, সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি। চালক, মালিক, যাত্রী, পথচারী ভাই ভাই সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই। এ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫ ইং উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা কমিটির সভাপতি রোটাঃ মোস্তফিজারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তরের খবরের সম্পাদক ও নিরাপদ সড়ক চাই কমিটির সদস্য আব্দুস ছালাম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান, বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক রকিবুল ইসলাম সোহাগ, সাংবাদিক ও নিরাপদ সড়ক চাই কমিটির সদস্য বজলুর রশিদ সুইট, রায়হান তালুকদার রানা, এস আই সুমন, আকাশ, গোলাম রব্বানী শিপন, ওয়াফিক শিপলু, আমিন আহম্মেদ, তরিকুল ইসলাম, জিল্লুর রহমান, জেসমিন আক্তার আফরিনা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে ঐতিহাসিক সাতমাথায় আলোচনা সভা ও নিরাপদ সড়ক চাই সংক্রান্ত সচেতনা মুলক ভিডিও চিত্র প্রদশন করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বগুড়া জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র্যালী
Spread the love
Spread the love