সাথী আকতার : জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য মুজিবর রহমান ও মিয়া গোলাম পরোয়ারসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে ২০টি বোমা উদ্ধার করা হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত পল্লবী থানা ও গোয়েন্দা পুলিশ-ডিবি যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এগুলো শক্তিশালী হাতবোমা। নাশকতার জন্য তাঁরা জড়ো হচ্ছিলেন। এখন তাঁদের পল্লবী থানায় রাখা হয়েছে। তিনি বলেন, বাসা থেকে কিছু জিহাদি বই ও লাঠি উদ্ধার করা হয়। পল্লবী থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামায়াত নেতা হার”ণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওখানে তারা গোপনে বৈঠক করছিলেন। খুলনার সাবেক সংসদ গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। আর মজিবুর রহমান দলটির ভারপ্রাপ্ত নায়েবে আমিরের দায়িত্বে আছেন।
জামায়াতের সাবেক দুই সাংসদসহ ১৩ জন আটক
Spread the love
Spread the love