২৩ নভেম্বর সোমবার সকাল ১১টার সময় পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে জামায়াত বিএনপি’র ডাকা হরতালের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত। প্রতিবাদ মিছিলটি আওয়ামীলীগ জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা যুবলীগের সভাপতি শরিফ উদ্দিন প্রধান প্রমূখ। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউর রহিম লাল। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মান্না, শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবলীগের সভাপতি শরিফ উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পলাশ, রানা, নাজমুল কবির, ছাত্রলীগের জেলা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদর থানা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, ছাত্রলীগ এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, বুলবুল কলেজ শাখার সভাপতি জুন্নুন, সাধারণ সম্পাদক শান্ত, পৌর ছাত্রলীগের মুজিবুর রহমানসহ আওয়ামীলী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, বাকী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে
জামায়াত বিএনপি’র ডাকা হরতালের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত
Spread the love
Spread the love