Spread the love
মোবাইল কম্পিউটার কিংবা বিভিন্ন এইডি ক্যামেরার যুগে মেগাপিক্সেল খুবই পরিচিত একটি শব্দ। আধুনিক মানুষ মোবাইল কেনার পূর্বে সর্বপ্রথম ক্যামেরার মেগাপিক্সেল সম্পর্কে বিস্তারীত জানতে চাই। কারণ মেগাপিক্সেল যত বেশি, ছবি তত উন্নত। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনার চোখের মেগাপিক্সেল কত? অধিকাংশ মানুষই তা ভেবে দেখেনি। আসলে মানুষের চোখের মেগাপিক্সেল হলো কমবেশি ৫৭৬ মেগা পিক্সেল! তবে বয়স অনুযায়ী কিছুটা কম বা বেশি হতে পারে। নিশ্চয় অবাক হয়েছেন। সৃষ্টিকর্তার চেয়ে ভালো কিছু তৈরি করা কোন মানুষের পক্ষে এখনো সম্ভব হয় নি, কেননা মানুষই সৃষ্টির সেরা।
Spread the love