Spread the love
যশোর প্রতিনিধি : জামিনে মুক্তি পাওয়ার পর আবারও জেলগেট থেকে আটক হয়ে জেলখানাই ঠিকানা হল মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাও: দেলোয়ার হোসেনের (৪৫)। শুক্রবার সন্ধ্যা রাতে থানার এসআই বিভাষসহ সঙ্গীয় ফোর্স তাকে জেল গেট থেকে আটক করে থানায় নিয়ে আসেন। দেলোয়ার হোসেন ঢাকুরিয়া রারপাড়া এলাকার মৃত মিকাইল হোসেনের ছেলে। তিনি সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ঢাকুরিয়া ইউনিয়নে জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এসময় পুলিশ জেল গেট থেকে বাবর আলী নামের জামায়াতের আরেক কর্মীকে আটক করেন। বাবর আলী উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা গ্রামের লেদু গাজীর ছেলে।
মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, আটক দু’জনের নামে থানায় নাশকতার মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওয়ারেন্টমূলে তাদেরকে আটক করা হয়েছে।
Spread the love