আবু ইসহাক,সাঁথিয়া প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, জেলেদের উন্নয়নে কাজ করে তাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করতে হবে। নদী জল জলা নিয়ে রাজনৈতিক অপশক্তি দুর করতে হবে।কোন রাজনৈতিক নেতা-নেত্রী যেন হস্তক্ষেপ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জাল যার জলা তার।দেশেরজেলে সমাজ অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তাদের এই অগ্রনী ভূমিকা ধরে রাখতে সরকার জেলেদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র বিতরণের ব্যবস্থা গ্রহন করেছে। তিনি গতকাল শনিবার পাবনার সাঁথিয়ায় নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। আরো বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সুশীল চন্দ্র, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, আ’লীগ নেতা হাসান আলী খান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম রিপন, মৎস্যজীবি কালীপদ রাজবংশী প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার ৩ হাজার ৪৭৩ জন জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন।##
জেলেদের উন্নয়নে কাজ করে তাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করতে হবে –এমপি টুকু
Spread the love
Spread the love