স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি বাসায় প্রকাশ্য দিবালকে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা স্বর্ণলোংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী সলেমানপুর গ্রামের মোহাম্মদ আলী ড্রাইভারের স্ত্রী বিলকিস আক্তার জানান,
শুক্রবার সকাল ১০টার দিকে বাসার দরোজা ও সদর গেটে তালা লাগিয়ে তিনি ছেলেকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। আধা ঘণ্টা পর তিনি বাসা যেয়ে দেখতে পান বাসার দরোজার তালা ভাঙ্গা ঘরের মধ্যে খাটের বিছান উলটপালট করা আলমারী ও শোকেজের তালা ভেঙ্গে ড্্রায়ার গুলি বাইরে বের করে রাখা হয়েছে।
বিলকিস আক্তার আরো জানান, চোরেরা প্রাচীরের উপর দিয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে ২ ভরি ওজনের হাতের বালা ও গলার চেইনসহ নগদ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি কারা এ চুরির ঘটনাটা ঘটিয়েছে। যে কারণে বিলকিস আক্তার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানা ইনচার্জ (ওসি) আহমেদ কবির বলেন, আমি অভিযোগটি পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে। সাথে সাথে আসামী গ্রেফতারে পুলিশও অভিযানে নেমেছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনের বেলায় দূর্ধর্ষ চুরি
Spread the love
Spread the love