ঝিনাইদহ জেলা প্রতিনিধি : নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানোর অপরাধে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার হীরা বেকারিতে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হীরা বেকারিতে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানো হচ্ছিল। খবর পেয়ে দুপুরে ওই বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী বেকারির মালিক মুক্তার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নির্দেশে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর।
ঝিনাইদহের হীরা বেকারিকে জরিমানা
Spread the love
Spread the love