Spread the love
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞাত (৩৫) পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) সকাল ৮টার দিকে মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পরেন্দপুর নাজমুল ইসলামের মেহগনি বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন জানান, স্থানীয়রা ওই বাগানের ভেতর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্থানীয়দের খবরের পর মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Spread the love