ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শহরের প্রিন্স প্রাইভেট হাসপাতালে দুই মাথা, চার হাত ও দুই পা বিশিষ্ট এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী শীলা আক্তার নামে এক গ্রহবধূ এসন্তানের জন্ম দেন।
হাসপাতালে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার শীলা আক্তশহরের প্রিন্স প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি দুটি মাথা, চার হাত ও দুই পা বিশিষ্ট সন্তানের জন্ম দেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র গাইনী কনসালটেন্ট ড: চলন্তিকা রানী জানান, শিশুটি ও তার মা এখন সুস্থ আছে। শিশুটিকে বর্তমানে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। এদিকে শিশুটিকে দেখতে সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভিড় করছে শত শত মানুষ। শিশুটির পিতা সাজেদুল ইসলাম সন্তানকে সুস্থ রাখতে বা তার সুচিকিৎসার জন্য সরকারের স্বাস্থ্য বিভাগের সহযোগিতা কামনা করেন তিনি।
ঝিনাইদহে দুই মাথা চার হাত ও দুই পা বিশিষ্ট শিশুর জন্ম
Spread the love
Spread the love