টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মো. আওলাদ হোসেনে ছেলে আরিফ হোসেন (৩৫), পৌর সদরের মৃত নারায়ণ কর্মকারের ছেলে শ্রী লক্ষণ (৩৫), মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মো. তোফাজ্জল হোসেনে ছেলে মো. রফিকুল ইসলাম(৪৮), পৌর সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের মো. সেলিম বেপারির ছেলে মো. সুমন (৩০) ও জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের মো. নেওয়াজ খানের ছেলে রেজাউল খান (৩০)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজার জানান, ওই পাঁচ ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, সেবনসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আরিফকে ৬ মাস, শ্রী লক্ষণকে ১ বছর, রফিকুলকে ৩ মাস, সুমনকে ৩ মাস, রেজাউল খানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
টাঙ্গাইলে ৫ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
Spread the love
Spread the love