Spread the love
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ মো. রহমতউল্লাহ (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন এক নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির নিয়মিত টহলের সময় নাফ নদীসংলগ্ন এক নম্বর স্লুইসগেট এলাকার একটি নৌকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু জাফর জানান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করা হবে।
Spread the love