আরিফ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি : শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য অল্প খরচেই তিন চাকার মোটরসাইকেল (থ্রি হুইলার) তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল মেকার মানিক মিয়া (৩৬)। জেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ার মানিক মিয়ার ঠাকুরগাঁও রোড ভাওলারহাট মোড়ে এম এস মোটর্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে ছোট একটি গ্যারেজ রয়েছে। প্রতিবন্ধীদের কথা ভেবেই তিনি সেখানে বসেই এই মোটরসাইকেল তৈরি করেছেন। মানিক মিয়া জানান, সাইড স্ট্যান্ড, কিকার ও পেছনের চাকা খুলে ফেলে ডিফিন্ডসিয়াল সেট করে পেছনে দুই চাকা লাগানো হয়েছে এই গাড়িতে। যা এখন পর্যন্ত কোনো কোম্পানি তৈরি করতে পারেনি। এ পর্যন্ত তিনটি তিন চাকার মটর সাইকেল তৈরি করেছেন তিনি। যা তিনজন শারীরিক প্রতিবন্ধী ব্যবহার করেছেন। ফাড়াবাড়ি এলাকার শারীরিক প্রতিবন্ধী আব্বাস আলী জানান, আমার এক পা নেই। চালতে ফিরতে অনেক সমস্যায় পড়তে হতো। মানিক মিয়ার তৈরি তিন চাকার মোটরসাইকেল ব্যবহার করে এখন তিনি খুব সহজেই যেখানে ইচ্ছা সেখানে চলাফেরা করতে পারেন। তিনি আরো জানান, গাড়িটির বিশেষত্ব হল এটি রাস্তায় অন্যান্য যানবাহনের মতো খুব সহজেই চালানো যায়। মোটরসাইকেলের সঙ্গে তিন চাকা স্থাপন করে ব্যবহার উপযোগী করতে খরচ পড়েছে ২৫ হাজার টাকা। তবে মানিক মিয়া জানান, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তিনি প্রতিবন্ধীদের সেবায় আরও আধুনিক মানের তিন চাকার মোটরসাইকেল তৈরি করতে পারবেন।
ঠাকুরগাঁওয়ের মেধাবীর খুজে আমরা পর্ব ১।
Spread the love
Spread the love