আরিফ হাসান, ঠাকুরগাঁও : “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় স্যানিটেশন দিবস পালিত হয় আজ। রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেট স্কুল থেকেএকটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কালেক্টরেট পাবলিক স্কুলে গিয়ে শেষ হয়।র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। র্যালি শেষে কালেক্টরেট স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, পৌর মেয়র এসএমএ মঈন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক তরিকুল ইসলাম। সভা শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে হাত ধোয়া কর্মসূচি প্রদর্শন করা হয়।
ঠাকুরগাঁওয়ে জাতীয় স্যানিটেশন দিবস পালিত
Spread the love
Spread the love