Spread the love
আরিফ হাসান,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আজ নির্বাচিত নারী সদস্যদের জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অধিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। জেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপে¬ক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সদর উপজেলার চেয়ারম্যান তৈমুর রহমান, সদর উপজেলার ইউএনও আশরাফুল ইসলাম, হরিপুর উপজেলার ইউএনও মোস্তাফিজুর রহমান, ইউএনডিপি এসিট্যান্ট কান্ট্রি ডিরেক্টর সায়লা খান, জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাহমিনা আখতার প্রমুখ। বক্তারা এ সময় নারী সদস্যদের জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ক বিভিন্ন কথা তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় দুই শতাধিক নারী সদস্য উপস্থিত ছিল।
Spread the love