ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সুনাদরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলার গণতান্ত্রিক বাম মোর্চা সংগঠন । সকাল ১১টায় ঠাকুরগাঁও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রিয় কর্মসূচী সুন্দরবন রক্ষা সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বত্তব্য রাখেন, মাহবুব আলম রুবেল,মুর্তোজা হাফেজ মুকুল,ভাতোষ রায়,প্রমুখ। বক্তরা বলেন .দেশের উন্নয়নে গ্রামে,বিদ্যুতের সংকট দেখিয়ে সুন্দরবন বিধ্বংশি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করেছে সরকার। যে প্রকল্প ভারতীয় কোম্পানি ভারতে করতে পারেনি তা তারা বাংলাদেশে করেছে। ভারতীয় আইনে কোন সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কি.মি এর মধ্যে কোন তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। অথচ বাংলাদেশে মাত্র ১৪ কি.মি এর মধ্যে সুন্দরবনের অতি কছে তারা এই প্রকল্প করছে। তারা আরো বলেন, যদি দেশ নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সত্যিই পরিবেশ রক্ষাকারী হয়ে থাকেন তাহলে রামপালের প্রকল্প বাতিল করে তার প্রমান দিন।
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে মানববন্ধন
Spread the love
Spread the love