Spread the love
আরিফ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি : আজ সকাল থেকে মটর শ্রমিকরা ঠাকুরগাঁও হাইয়ে রাস্ত অবরোধ করে রাখে।মটর শ্রমিক সভাপতি বলেন,”গতকাল সময়১১টায় সাদ্দাম ও নবীন নামের দুই ডাইভারকে ধরে নিয়ে যায় সাবেক নজরুল কমিশনার। আজ সকাল পর্যন্ত তাদের ছেরে দেয়নি নজরুল। রাস্তা অবরোধ করার ফলে যাত্রীরা রাস্তায় আটকে আছে। নজরুলেরর বাসায় গেলে,তিনি বলেন ডাইভারের কাছে টাকায় পায় তাই তাদেরকে আটক করে রাখা হয়েছে।টাকা টাকা পেলে ছেরে দেওয়া হবে জানায়। ঠাকুরগাঁওয়ের ওসি ধরে নেওয়ার বিষয়ে নিশ্চিত হয় বলে তিনি বলেন উল্লেখ্য এখনো রাস্তা অবরোধ রয়েছে।
Spread the love