মু.আসরারুল হক জামালী ঠাকুরগাঁও : রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সাব্বির হোসেন(২৫) কে মঙ্গলবার রাত ৯টায় ২০ পিস ইয়াবা সহ আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মশিউর রহমানের দিক নির্দেশনায় এসআই মিলনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট শামীমের ভাই সাব্বিরকে আটক করা হয়। উল্লেখ্য, সাব্বির আটকের সময় তার ভাই শামীমের কাছে ১ হাজার পিস ইয়াবা ছিল বলে গোপন সুত্রে জানা যায়। সাব্বির আটক হওয়ার সাথে সাথে শামীম সটকে পড়ে।
ঠাকুরগাঁও জেলার মধ্যে নেকমরদ এখন বিখ্যাত মাদক শহর হিসেবে পরিচিতি লাভ করেছে।
অপরদিকে, চৌরাস্তা মোড়ে গাঁজা সম্রাট ইকবালের রমরমা গাঁজা ব্যবসা প্রকাশ্যে চলছে। কাঁচা বাজারে প্রকাশ্যে চলে মাদক বিক্রি ও সেবনের মতো জঘন্য কাজ। এসব মাদক চক্রের হোতাদের সাথে প্রশাসনের লোকজনের সখ্যতা দেখা যায় অহরহ। অতিষ্ট এলাকার মানুষ ভয়ে কেউ মুখ খুলতে পারেনা।
ঠাকুরগাঁওয়ে ২০ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক
Spread the love
Spread the love