মোঃ তোফায়েল ইসলাম ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও অপারেশন করার পর লালচাঁন মিয়া (৩১) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। জানা গেছে মৃত লালচাঁন মিয়ার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। মৃতের পারিবারিক সুত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে সে থ্যালাসেমিয়া রোগে ভুগতেছিল। বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েও মুক্তি না পাওয়ায় সবশেষে ঠাকুরগাঁও অাধুনিক সদর হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার পার্থ সারথী রায় এর সরনাপন্ন হন। পরীক্ষা নিরিক্ষা করার পর তিনি অপারেশনের মাধ্যমে সুস্থ হওয়ার অাশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শহরের স্কয়ার হাসপাতালে ভর্তি হয় এবং শনিবার অানুমানিক ১২ টার দিকে অপারেশন শেষ হয়। কিছুক্ষণ পরে রোগীর অবস্থার অবনতি দেখে ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল কলেজের আই সি উই তে রেফার্ড করে। অাই সি উই তে নিবিড় পর্যবেক্ষণে থাকার ৪৫ মিনিটের মাথায় রোগীর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও অপারেশনের ৩ ঘন্টা পর রোগীর মৃত্যু
Spread the love
Spread the love