মোঃ তোফায়েল ইসলাম ,ঠাকুরগাঁও : জাতীয় সমৃদ্ধি অর্জনের জন্য দক্ষ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়ে ঠাকুরগাঁওয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা শাখা। এ উপলক্ষে আজ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) জেলা শাখার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়। র্যালি শেষে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাহিদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। বক্তারা জাতীয় সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দক্ষতা চর্চায় মনোযোগী হওয়ার আহবান জানান।
ঠাকুরগাঁও গণপ্রকৌশল দিবস পালিত
Spread the love
Spread the love