মোঃ তোফায়েল ইসলাম ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করে শহরে ফটোকপি দোকান বন্ধ রাখার ঘোষনা। অাজকাল যে কোন পরীক্ষার ক্ষেত্রেই দেখা যায় যে পরীক্ষার দুই একদিন অাগেই কিছু সুবিধা ভোগী মহল জালিয়াতি চক্রে প্রশ্নপত্র ফাঁস করে অবৈধ ভাবে টাকা উপার্জন করে থাকে। এতে করে সরকার ও প্রশাসনের কর্মকান্ড নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এসব দিক বিবেচনা করে সরকার জেলাওয়ারী পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে। যার ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষা পটে উত্তর অঞ্চলের কয়েকটি জেলার নিয়োগ পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপ্রত্র ফাঁস ঠেকাতে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের নির্দেশে এক প্রঙ্গাপন জারি করে গতকাল মাইকিং করে শহরের সকল ফটোকপি দোকান ১৫ অক্টোবর সকাল থেকে ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
ঠাকুরগাঁও প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর চেষ্টা অভিনব কায়দায়
Spread the love
Spread the love