মোঃ তোফায়েল ইসলাম , ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস-২০১৫ পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। দিবসটির এবারের প্রদিপাদ্য বিষয় ছিল-“শিশু গড়বে সোনার দেশ,পায় যদি সে পরিবেশ” জেলা কালেক্টরেট চত্তর থেকে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে র্যালিটি জেলা পরিষদ মিলনায়তন চত্তরে গিয়ে শেষ হয়।
উক্ত আলোচনা সভায় ব্ক্তৃতা দেয় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্যদেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর চৌধুরী লায়লা আরজুমান্দ বানু। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
ঠাকুরগাঁও বিশ্ব শিশু দিবসের র্যালি ও আলোচনাসভা
Spread the love
Spread the love