মোঃ তোফায়েল ইসলাম ,ঠাকুরগাঁও : বাংলাদেশ বেতারে ঠাকুরগাঁও কেন্দ্রের সকল শিল্পীদের সন্মাণী বৃদ্ধি ও বেতারে কর্মরত অনিয়মিত যন্ত্রবাদক শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থা ঠাকুরগাঁও এর ব্যানারে আজ শনিবার দুপুরে (সাড়ে ১১টায়) শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বেতারের শিল্পীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে। বেতার অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থার সভাপতি মুসা রাখালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, উদীচী সভাপতি সেতারা বেগম, নাট্যকর্মী নূরে আলম উজ্জল,ওয়ালীউর রহমান,প্রবীন সংগীত শিল্পী মোজাম্মেল হক। এসময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও বেতার নিজস্ব অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে কর্মরত যন্ত্রবাদক শিল্পীরা অদ্যাবধি কাজ করে আসছেন। এখানে সকল যন্ত্রবাদকরা প্রায় ১৬-১৭বছর যাবত স্বল্প সন্মানীতে কাজ করে আসছেন। বিভিন্ন সময় বেতারের মহাপরিচালক ও উর্দ্ধতন কর্মকর্তারা ঠাকুরগাঁও বেতার পরিদর্শণে এসে অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যান । কিন্তু বাস্তবে সেসব প্রতিশুতির কোন কিছুই পুরণ করা হয়নি। বরং প্রায় সময় বিভিন্ন অজুহাতে এসব শিল্পীদের মাসিক সন্মানী কর্তন করা হচ্ছে। তাই বেতার অনিয়মিত যন্ত্রবাদক শিল্পীদের চাকরি দ্রুত স্থায়ী করণ ও সংগীত,নাটক ও উপস্থাপকসহ সকল শ্রেণীর শিল্পীদের সন্মানজনক সন্মানী বৃদ্ধির দাবী শিল্পীদের । অন্যথায় পরবর্তীতে কর্মবিরতীসহ আরো কঠোর কর্মসুচী পালনের ঘোষনা দেন শিল্পীরা।
ঠাকুরগাঁও বেতার শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন
Spread the love
Spread the love