মোঃ তোফায়েল ইসলাম ,ঠাকুরগাঁও : আজ সকালে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বড় মাঠের সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও পৌর মেয়র এসএমএ মঈনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সেলিম খান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সমাজসেবক মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, কাউন্সিলর পারভেজ আলম প্রমুখ।ও আরো অনেক এতে উপস্থিত ছিলেন উল্লেখ্য, অর্থায়নে ঠাকুরগাঁও পৌরসভার বিএমডিএফ প্রকল্পের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কাজ করা হবে
ঠাকুরগাঁও বড় মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন
Spread the love
Spread the love