মোঃ তোফায়েল ইসলাম , ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে ভাতিজা লাঠির আঘাতে চাচা সৈকত আলীর (৪৬) মৃত্যু । আজ দুপুর ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সৈকত আলী ওই উপজেলার মৃত মনসুর আলীর ছেলে। পেশায় পরিবার পরিকল্পনা বিভাগের অডিট অফিসে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কাজ থেকে জানা যায়, চাচা সৈকত আলী ভাতিজা রনিকে স্থানীয় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন। সেই প্রশিক্ষণ কেন্দ্র নিয়মিত ক্লাস করতো না রনি। শনিবার সকালে এ বিষয়ে ভতিজার কাছে তা জানতে চান । এক পর্যায়ে নানান কথাই তিনি ক্ষুব্ধ হয়ে রনিকে থাপ্পড় দেন। এতে রনিও. তার চাচার উপর রেগে গিয়ে চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে সৈকত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায়. রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজা রনিকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ. ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
Spread the love
Spread the love