Spread the love
মোঃ তোফায়েল ইসলাম,ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁও গরেয়ারোড. কালিতলা বাজারে আজ রাত ৮ টার দিকে সিনতাইকারি আটক করেছে স্থানীয় লোকজন স্থানীয় লোকজন জানান, ঠাকুরগাঁও থেকে তাকে তারিয়ে অজানা হয় গরেয়ারোড. কালিতলা বাজারে রাত ৮ টার দিকে রাস্তায়. উচু বিট থাকার কারনে তা দেখতে না পারায় রাস্তায় পরে যায় | বাজারের লোকজন উঠাতে গিয়ে আটকে ফেলে স্থানীয় এক লোক মোঃ ওসমান গনি ও আরো অনেকে বলছেন, তার কাছে অনেক গুলো গাজাও পাওয়া গেছে এতে বাজারের লোকজন তাদের উপর মারাত্মক ভাবে খেপে মার ধোর করার চেস্টা করে এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার সত্যতা জানতে ঠাকুরগাঁও সদর থানার ওসিকে ফোন করা হয় তিনি বিজি থাকার কারণে সিনতাইকারিদের পরিচয় জানা যায়নি
Spread the love