মোঃ তোফায়েল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মোবারক হোসেনের (৩৭) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হরিপুর থানার ওসি আকতারুজ্জামান ও ইউপি চেয়ারম্যান আবুল কাসেম প্রধান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।অপর গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী মাঈনুল হোসেন ১৬ সেপ্টেম্বর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোবারক হোসেন হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। ওসি আকতারুজ্জামান জানান, শনিবার রাতে বিজিবি ও থানা পুলিশের নিকট মোবারকের লাশ ফেরত দেওয়ার কথা। গত ৯ সেপ্টেম্বর বুধবার ভোর পৌনে ৪টার দিকে মোবারক হোসেন ও মাঈনুল ইসলাম নামে দুই গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় মোবারককে বিএসএফ আটক করে ভারতের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরদিন সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের কাছে ফেরত চাইলেও তারা ফেরত দেয়নি।
ঠাকুরগাঁয়ে বিএসএফের গুলিতে ১ ব্যাক্তি নিহত
Spread the love
Spread the love