Spread the love
আরিফ হাসান, ঠাকুরগাও : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দলটির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের শুরুতে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাওয়ে যানবাহন চলাচল করতে দেখা যাই নি। ব্যক্তিগত গাড়িও খুব বেশি চলছে না।ঠাকুরগাওয়ে সরকারী অফিস খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি তেমন ছিল না তবে হরতালকে কেন্দ্র করে ঠাকুরগাওয়ে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। হরতালে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
Spread the love