Spread the love
কাগইল (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর পীরগাছা শ্রীশ্রী কালীমাতা ও শিবমন্দির কমিটির কোষাধক্ষ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের উপদেষ্টা সদস্য বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ অমল চন্দ্র বল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়াছেন। তার তার আশু সুস্থ্যতা কামনায় গতকাল পীরগাছা কালীমাতা ও শিব মন্দিরে পুজা অর্চনা ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। উক্ত খাবার বিতরনে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি নিখেলেশ চন্দ্র মুজমদার, সেক্রেটারী উজ্জল চন্দ্র সরকার, মন্দির কমিটির সদস্য সুকুমার দাস, পবিত্র সাহা, ডাঃ মানিক, হীরা সরকার,অসিম সরকার,গোবিন্দ্র প্রামানিক,প্রদিব দেবনাথ,প্রশান্ত প্রাং,শরৎ চন্দ্র, মনোতোষ চাকী, শিবু,দিপু,আপন,ডাঃ সুজনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Spread the love