স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ বলেছেন, আইন অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পৌরসভার নির্বাচন হবে। তিনি বলেন, পৌর নির্বাচন থেকেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ একথা বলেন। শাহ নেওয়াজ বলেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন হবে। আইন অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। নির্বাচন হবে দলীয় প্রতীক নিয়ে। এক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য পদগুলোর জন্য আলাদা রঙের ব্যালট পেপার থাকবে। তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের জন্য আইন সংশোধন করা হচ্ছে। এজন্য আমাদেরও কিছু বিধি সংশোধন করতে হবে। সংশোধন করেই নির্বাচন করা হবে। প্রয়োজনে বেশি লোকবল নিয়োগ করা হবে। শাহ নেওয়াজ আরো বলেন, আইন না হয়ে অধ্যাদেশ হলেও বেশি পরিশ্রম করে নির্বাচন করব, যাতে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে পারি। কয় ধাপে নির্বাচন হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। এ সিদ্ধান্ত কমিশনের বৈঠকে নেয়া হবে। তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের জন্য আইন সংশোধন করা হচ্ছে। এজন্য আমাদেরও কিছু বিধি সংশোধন করতে হবে। সংশোধন করেই নির্বাচন করা হবে। কিছু সমস্যা থেকে গেলেও প্রয়োজনে বেশি লোকবল নিয়োগ করা হবে। শাহ নেওয়াজ আরো বলেন, আইন না হয়ে অধ্যাদেশ হলেও বেশি পরিশ্রম করে নির্বাচন করব, যাতে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে পারি। কয় ধাপে নির্বাচন হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। এ সিদ্ধান্ত কমিশনের বৈঠকে নেয়া হবে। সরকার যদি আগামী সাত দিনের মধ্যেই দলীয়ভাবে স্থানীয় নির্বাচন আয়োজনের অধ্যাদেশ দেয় তবে আগামী ডিসেম্বরের (২০১৫ সাল) পৌরসভা নির্বাচনও দলীয়ভাবে করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মোঃ সিরাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের বিকাশ হবে, চর্চাও বাড়বে। সরকার যদি দলীয়ভাবে এ নির্বাচন করতে চায় তাহলে আইন সংশোধন করতে হবে। মন্ত্রিসভায় আইনের সেই খসড়াটি অনুমোদন হয়েছে এখন সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আবার মন্ত্রিপরিষদে পাঠানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদন। সিরাজুল ইসলাম বলেন, চূড়ান্তের পর সেটি বিল আকারে জাতীয় সংসদে তোলা হবে। আর তা যদি না হলে, অধ্যাদেশ করা হবে। সরকার যদি আগামী সাতদিনের মধ্যেই অধ্যাদেশ করে দেয় তবে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনই দলীয়ভাবে করতে পারবো।