যশোর প্রতিনিধি : ঢাকায় প্রথমবারের মতো মাইকেল মধুসূদন দত্ত’র স্মরণোৎসব আয়োজন করা হয়েছে। আজ শনিবার যশোর জেলা প্রশাসনের আয়োজনে ঢাকা জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে রাত অবদি এ উৎসবের উদ্বোধন করবেন, সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে মাইকেলের লেখা ও তার ওপর লেখা বই নিয়ে ‘বইমেলা’, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতি আলেখ্য ‘জন্ম যদি তব বঙ্গে’ এবং নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ মঞ্চস্থ হবে বলে। এতে যশোরের শিল্পীরা অংশ নেবে। এছাড়াও আলোচনা সভায় জাতীয় পর্যায়ের গুণী ব্যক্তিত্বরা অংশ নেবেন। ড. হুমায়ুন কবীর জানান, মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের কবি নন, তিনি বিশ্বের কবি। তবে তার জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ জানুয়ারি তার জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা গতানুগতিক গ্রাম্য মেলার আদলে উদযাপন করা হয়। কিন্তু তাকে নিয়ে জাতীয় পর্যায়ে ঢাকায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না। এ জন্য মহাকবিকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতে যশোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মতো ঢাকায় মাইকেল মধুসূদন দত্ত স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।
ঢাকায় মাইকেল মধুসূদন দত্ত স্মরণোৎসব আজ
Spread the love
Spread the love