জাহাঙ্গীর আলম ভুঁইয়া,সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা। এবার উপজেলার ৭টি ইউনিয়নে ২৩টি পূজা মন্ডবে পালিত হচ্ছে সনাতন হিন্দু সম্প্রায়ের প্রধান এই উৎসব। সোমবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলাম্ভী নারী,পুরুষ ও শিশুদের মাঝে ব্যপাক উৎসাহ,উদ্দীপনা নিয়ে প্রতিটি পূজা মন্ডবে লোকরান্যে পরিনত হয়েছে। মুসলমানরাও মন্ডব গুলোতে আসছে সানন্দে মূর্তি দেখার জন্য। তবে দিনের চেয়ে রাতে সর্বস্থরের জনসাধারনের সমাগম গঠছে বেশি মন্ডব গুলোতে। চলছে নানান আয়োজন মন্ডব ও মন্ডব গুলোর আশে-পাশে। প্রতি বছরের মত এবারও উপজেলা পূজা উদযাপন পরিষদ,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে শান্তি শৃংখলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ। দূর্গা পূজাকে শান্তিপূর্ন,সুশৃংখল ও উৎসব মুখর করার জন্য উপজেলার পূজা উদযাপন কমিটি সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে যে কোন বিশৃংখলা এরাতে প্রত্যেক পূজা মন্ডবে অবস্থান নিয়ে পুলিশ ও আনসার বাহিনী। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবারও সংশ্লিষ্ট প্রসাশনের সর্বাতক সাহায্য ও সহযোগীতা পাওয়ার আশাবাদ বক্ত করেন। তারা বলেন-পূজা মানেই আনন্দ,পূজা মানেই বিভিদ ভুলে ঐক্যের জয়গান। আমরা সবাই মিলে সকল বিভেদ ভুলে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চাই। অন্যান্য বছরের চেয়ে আনন্দ মূখর হয়ে উঠবে এবারের দূর্গাপূজা। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান-সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দূর্গাপূজা সুশৃংখল ও শান্তি পূর্ন রাখতে আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাতক চেষ্টা করেছি। আশা করি এবারের দূর্গা পুজা শান্তিপূর্ন ও আনন্দ মুখর হবে। তাহিরপুর থানা নিবার্হী কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ জানান-উপজেলায় আয়োজিত প্রতিটি মন্ডবে নিরাপত্তা,আইন-শৃংখলা বজার রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। পুলিশ বাহিনীর সাথে আনসার বাহিনী কাজ করছে উপজেলার সর্বত্র।
তাহিরপুরে ২৩টি পূজা মন্ডবে পালিত হচ্ছে দূর্গা উৎসব
Spread the love
Spread the love