রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক নাজমুল হক লিংকন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার বেলা সকাল ১০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। বিকাল সাড়ে ৪ টার সময় বাগমারা উপজেলার কাচারি কোয়ালীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক নাজমুল হক লিংকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগমারা উপজেলা রির্পোটাস ইউনিটির সভাপতি ও বাগমারা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক নাজিম হাসানসহ রির্পোটাস ইউনিটির সকল সদস্যবৃন্দ প্রমুখ।
তাহেরপুর প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক লিংকনের ইন্তেকাল
Spread the love
Spread the love