নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশার ঘোষপালা গ্রামে তুচ্ছ ঘটনায় কামিল শ্রেণীর ছাত্রী সোহাদা আক্তার (২৫) কে লাঠির আঘাতে মাথা ফাটালো তার চাচাতো ভাই। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এ ঘটনার পর ছাত্রীটির অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নান্দাইল হাসপাতাল কর্তৃপক্ষ।
সোহাদার বাবা আব্দুল গণি জানান, বুধবার (২২ জুন) তাকে না জানিয়ে তার নামাক্ষেত থেকে মাছ ধরে ও গাছের কাঁঠাল পাড়ে একই বাড়ির তার বড় ভাই মৃত আব্দুর রহমানের ছেলে শাহজাহান (৪৮)। এ বিষয়ে সোহাদার মা আনোয়ারা বেগম তাকে(শাহজাহান) জিজ্ঞেস করলে, সে আনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, এ সময় সোহাদা চিৎকার দিলে শাহজাহান লাঠি দিয়ে তার মাথায় মারাত্মক ভাবে আঘাত করলে মাথা ফেঁটে গড়িয়ে রক্ত পড়তে থাকে। প্রতিবেশিরা তাৎক্ষণিক নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার মশিউর রহমান চৌধুরী আহত মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তুচ্ছ ঘটনায় মাথা ফাটালো চাচাতো ভাই
Spread the love
Spread the love