সিলেট প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সিলেটের এক যুবক। জুনেল আহমদ (৪০) নামের ওই যুবক শহরতলীর টুলটিকর ৩২/বি বাসার আবুল হোসেন রিয়াজের ছেলে। গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার আফিটন শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে জুনেলের এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। জুনেলের পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় ১৪ বছর আগে জুনেল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি দক্ষিণ আফ্রিকার ওয়ারিটন শহরে বসবাস করতেন। কয়েকদিন আগে তিনি এক বন্ধুর বাসায় বেড়াতে আফিটন শহরে যান। গত শুক্রবার রাতে বন্ধুর দোকানে বসা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে জুনেল ও তার বন্ধু গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুনেলের মৃত্যু হয়। নিহত জুনেলের আত্মীয় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত এস এম ইসলাম শেরুল জানান, সোমবার জুনেলের ময়না তদন্ত সম্পন্ন হবে। পরবর্তীতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় সিলেটের যুবক নিহত
Spread the love
Spread the love