বিরল (দিনাজপুর) প্রতিনিধি : বিরলে নাফকো মিশ্র ও নাফকো জৈব সার ব্যবহারে প্রদর্শণী প্লট উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বার বিকালে উপজেলার ভান্ডারা ইউপি’র দঃরঘুনাথপুর গ্রামের আদর্শ কৃষক হাসমত আলী হাসুর বাড়ীর উঠানে সাবেক বিজিবি সদস্য ও স্থানীয় সার ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কোম্পানী প্রতিনিধি ও এ্যাসিস্টেন্ট ম্যানেজার টেকনিক্যাল সার্পোট সামশুল হক, মার্কেটিং অফিসার জাফর ইমাম, মনোয়ারুল ইসলাম, এএসএম আবু সাইদ মোঃ হানিফ, কৃষক আবুল কালাম আজাদ, জামিরুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল বাকী, সূর্য কুমার রায় প্রমূখ। পরে এলাকার কৃষক ও কোম্পানীর প্রতিনিধিরা নাফকো মিশ্র ও নাফকো জৈব সার ব্যবহারে আমন গুটি স্বর্না জাতের প্রদর্শণী প্লট পরিদর্শন করেন। এসময় প্লটের মালিক কৃষক হাসমত আলী হাসু জানান, নাফকো’র মিশ্র ও জৈব সার ব্যবহার করে তুলনা মূলক ভাবে তার বিঘা প্রতি ৫ মনের বেশী ধান উৎপাদন হয়েছে।
দিনাজপুরের বিরলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
Spread the love
Spread the love