Spread the love
মোঃ তোফায়েল ইসলাম,স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুল হাকিম (৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় উপজেলা মুর্শিদাহাট ইউনিয়নের জালগাঁও ব্রিজসংলগ্ন এলাকায় ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বোচাগঞ্জ থানার এসআই মো. মমিন জানান, শনিবার সকালে জালগাঁও ব্রিজসংলগ্ন এলাকায় ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে সংবাদ দেয়। লাশের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন এসে লাশটিকে শনাক্ত করেন। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোচাগঞ্জ থানার ওসি মো. হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Spread the love