Spread the love
দিনাজপুর প্রতিনিধি : ভারতে অবৈধভাবে পাচারকালে কষ্টিপাথরের মুর্তির টুকরা উদ্ধার করেছে দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিনাজপুরের বিরল উপজেলার গগনপুর গ্রামের পূর্বদিকে পাঁকা রাস্তার পাশে চোরাকারবারীরা অবৈধভাবে ভারতে কষ্টিপাথর পাচারের জন্য ক্রয়-বিক্রয়ের জন্য উপস্থিত হয়। গোপন সংবাদের ভিত্তিতের ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহলদল অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তির ১০টি ভাঙ্গা টুকরা উদ্ধার করেন। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ১৯ কেজি যার আনুমানিক মূল্য ১৯ লক্ষ টাকা।
উদ্ধারকৃত প্রতœ পণ্য (কষ্টি পাথর) এর মূর্তির ভাঙ্গা টুকরাগুলো দিনাজপুর শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এব্যাপারে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Spread the love