তারিক আবেদীন (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের একদিন পর পরশ সাহা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তার দুচোখ তুলে ফেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্দেহভাজনদের ৫টি বাড়ীতে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কেতাব মোড় বড় কবরস্থান সংলগ্ন আমবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুপুত্র পরশ সাহা পৌর শহরের কাদিমনগর গ্রামের কেশব সাহার পুত্র। এ ঘটনায় জরিত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। ঘোড়াঘাট থানার এসআই মোঃ দুলাল হোসেন জানান, বুধবার বিকেল শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোজ করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে কেতাব মোড় বড় কবরস্থান সংলগ্ন আমবাগানে স্থানীয় কৃষকেরা শিশুর লাশ লাশটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানার ওসি মোঃ নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতেই কাজিম নগর গ্রামের ইয়াহিয়া খানের পুত্র মোঃ জিল্লুর এবং মোঃ কামালের পুত্র মোঃ মামুন নামে দুই জনকে আটক করা হয়েছে।
দিনাজপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
Spread the love
Spread the love